কালবৈশাখীর ঝড়
দুঃখকে আড়াল করে তুমি বেশ মেতেছ উল্লাসে
কালবৈশাখীর ঝড়ে রোমাঞ্চিত রবীন্দ্রসদন
তোমাকে দেখেছে, নৃত্য ঢঙে আম কুড়োচ্ছ যখন
আনমনা কিশোরী, একা, খুব একা ও আত্মবিশ্বাসে
ভেঙেছ ভ্রূকুটি–বেড়া, প্রধান শিক্ষিকা, স্কুলবাসে
ছাত্র–ছাত্রীদের সঙ্গে যাও, কাছে ডেকে বল, শোন
প্রথমে স্ব–উপার্জন শিখবি, সহনীয় মূলধন
ওটা, আমাকেই দ্যাখ, স্বামী ছাড়া, মেয়ে ইউনিভার্সে।
#
বয়স তো হল, যাও ফ্ল্যাটে যাও, কেয়ারটেকার
এবার নিশ্চিন্ত হবে, দিদিমণি ফিরে এসেছেন
একা জাগা অনেক দিদিমণিও নিশ্চিন্ত হবেন
পোড়া সিগারেট–গন্ধ নিয়ে ফিরে যাবে ড্রাইভার।
দরজা বন্ধ করলে ফিরে আসে লোকটা, কাজের মেয়েকে
নিয়ে শুয়ে আছে, আর তুমি ভাঙছ দর্পণে নিজেকে।
* কাব্যগ্রন্থ – “পুনশ্চ সনেটগুচ্ছ” (২০২২) *
Sankhyapriya Roy
19 Feb 2022Valo Laglo